logo ২১ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ২০:০৪:০৭
image




চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার সফিকুল ইসলাম বাবু হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।



চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহা. সিরাজুদ্দৌলা কুতুবী এ আদেশ দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ।  



দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- স্থানীয় কবির আহমদের ছেলে মফিজ উদ্দিন, আছহাব উদ্দিনের ছেলে মোজাহের আহমদ, আমীন শরীফের ছেলে নুর হোসেন, জহির উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন, এজাহার মিয়ার ছেলে আহমদ হোসেন, গুরা মিয়ার ছেলে আবু আহমদ। 



রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত এ রায় দেন বলে জানান পিপি আব্দুর রশীদ।



এছাড়া একই রায়ে আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বলেও জানান তিনি।



মামলায় শামসুল ইসলামের ছেলে নুরু, এমতু মিয়ার ছেলে মো. ইউসুফ, মৃত জিনু মিয়ার ছেলে আব্দুল মোমেন, দুদু মিয়ার ছেলে মোহাম্মদ হারুন, এমতু মিয়ার ছেলে লেদু মিয়াকবির আহমদের ছেলে রফিক আহমদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়।



১৯৯৯ সালের ২ মে বৈলছড়ি হাইস্কুলের মাঠের পাশে রাস্তার উপর গভীর নলকূপ থেকে সেচের পানি সরবরাহ নিয়ে সন্ধ্যা ৭টায় দুলা মিয়ার ছেলে সফিকুল ইসলাম (বাবু)-কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অপর ছেলে ছেয়দুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।



এঘটনায় সফিকুলের বাবা দুলা মিয়া মিজবাহ উদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি মামলা করেন। একই বছরের ১৩ নভেম্বর তদন্ত শেষে মোট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয় আদালত।



(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এমইউআর/এলএ)