বাড্ডায় চার খুন মামলার আসামি রিমান্ডে
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ১৭:১১:০৫

রাজধানীর বাড্ডায় চার আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় হারুন অর রশিদ জুয়েল নামে একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।
রবিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট এমদাদুল হক ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক এই রিমান্ডের আবেদন করেন।
এদিকে হত্যায় মামলায় রিমান্ডকৃত জুয়েলসহ ছয়জনের একটি অস্ত্র মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।
অস্ত্র মামলায় রিমান্ডকৃত অপর পাঁচজন হলেন, মোজাহিদুল ইসলাম নাহিদ, সাফায়েত উল্লাহ সোহাগ, রাহাত হোনের কাব্য, ইকবাল আহম্মেদ রনি এবং শাহ পরান হোসেন রাজু।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এ কে এম কাউসার তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
এছাড়া অপর একটি অস্ত্র মামলায় আসামি হারুনুর রশীদ জুয়েল এবং মোজাহিদুল ইসলাম নাহিদের তিন দিন করে রিমান্ডও মঞ্জুর করেছে একই আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহা. ওবায়দুর রহমান এই রিমান্ড আবেদন করেন।
এর আগে গত ২৭ আগস্ট রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই আসামিদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে লক্ষ্য করে গুলি করেন অস্ত্রধারীরা। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা (৫৩) ও উত্তর বাড্ডার একটি হাসপাতালের তৎকালীন কর্মকর্তা ফিরোজ আহমেদ ওরফে মানিক (৪০) মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান ওরফে গামা ও রিকশা গ্যারেজের মালিক ওয়ার্ড যুবলীগ নেতা আবদুস সালাম (৫৫) মারা যান। এ ঘটনায় মাহবুবুরের বাবা মতিউর রহমান ওই বছর ১৪ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/আরজেড/জেবি)