প্রসিকিউশনের ওপর ফের অসন্তোষ প্রকাশ আপিল বিভাগের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ১৫:০৮:৩৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ওপর আবারও অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলা পরিচালনায় থাকা প্রসিকিউটরদের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন আদালত। মামলা পরিচালনায় অদক্ষতার কারণে তাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে সরে যাওয়া উচিৎ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম।
রবিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুব আলম বলেন, মীর কাসেম আলীর রিভিউ শুনানির শুরুতেই প্রধান বিচারপতি আমাকে বলেছেন, মীর কাসেম আলীর মামলা পরিচালনায় প্রসিকিউটরদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে রায়ে বলেছিলাম। এখনো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহন করা হয়নি?
রাষ্ট্রের এ আইন কর্মকর্তা বলেন, ‘আমি বিষয়টি সরকারকে জানাবো।’
কোন কোন প্রসিকিউশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানতে চাইলে সাংবাদিকরা তিনি বলেন,‘ট্রাইব্যুনালে যারা মীর কাসেম আলীর মামলা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
তবে মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসন বলেন, ‘আদালত মামলা পরিচালনায় প্রসিকিউশনের অদক্ষতার বিষয়টি বলেছেন। কিন্তু প্রসিকিউশনের দুর্বলতার দায় শুধু আসামিপক্ষ নেবে কেন?’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মীর কাসেম আলীর মামলায় প্রসিকিউশন টিমে ছিলেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, রানা দাসগুপ্ত, জিয়াদ আল মালুম, সুলতান মাহমুদ,তুরিন আফরোজ, রেজিয়া সুলতানা এবং তাপস কান্তি বল।
গত ২৪ ফেব্রুয়ারি মীর কাসেম আলীর আপিল শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বললেন, ‘এ মামলা আপনারা কোনো রকম দায়সারাভাবে পরিচালনা করে যাচ্ছেন। এটি দুঃখজনক। এ মামলার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরকে এনে আসামির সঙ্গে কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’
প্রসিকিউশনের বিষয়ে প্রধান বিচারপতির ওই বক্তব্যের পর গত ২৮ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন,‘রায় ঘোষণার পর প্রসিকিউশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।
(ঢাকাটাইমস/ ২৮ আগস্ট/ এমএবি/জেডএ)