কুমিল্লার বরুড়ায় পূর্বশত্রুতার জের ধরে ইজ্জত আলী নামে একজনকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ।
দ-প্রাপ্ত চার আসামি হচ্ছেন- কুমিল্লা বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম (পলাতক) ও আলী আকবর, একই গ্রামের আলী আকবরের ছেলে মোজাম্মেল ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ (পলাতক)।
বেকসুর খালাসপ্রাপ্ত আসামি হলেন- একই গ্রামের আলী আকবরের ছেলে মো. তানভীর।
কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তথ্য সেবাকেন্দ্র সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সাথে মামলা থাকার আক্রোশে পূর্বশত্রুতার জেরে ২০০৩ সনের ৮ মার্চ পূর্বপরিকল্পিতভাবে মাসুম ও আমান উল্ল্যাহ মৃত ইজ্জত আলীকে গলাকেটে হত্যা করে বরুড়ার বড় ধর্মপুর হাফিজ্জা খোলা পাহাড়ী রাস্তার উপর লাশ ফেলে রাখে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ২০০৩ সালের ৮ মার্চ নিহত ইজ্জত আলীর ভাই কুমিল্লা বরুড়া উপজেলার বড় বাতুয়া গ্রামের মৃত জব্বার আলীর ছেলে লিয়াকত আলী অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কাজী মাহাবুবুর রহমানসহ চারজন মামলার তদন্তপূর্বক চারজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৩ সালের ২ নভেম্বর চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ২২ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদ- এবং একজনকে বেকসুর খালাস দেয় আদালত।
(ঢাকাটাইমস/২৮ আগস্ট/প্রতিনিধি/এলএ)