দীপন হত্যায় শামীমের স্বীকারোক্তি
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ২০:৪০:১০

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য মইনুল হাসান শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ছয় দিনের রিমান্ড শেষে তিনি এ স্বীকারোক্তি দিলেন। এর আগে গত ২৪ আগস্ট এ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত। ওই রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর ফজলুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় টঙ্গী থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গত মে মাসে পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীমও ছিলেন। পুলিশের দাবি শামীম দীপন হত্যার থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/আরজেড/জেবি)