logo ২০ এপ্রিল ২০২৫
রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৭:২০:৫২
image



রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের হওয়া মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।






বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে মাহমুদুর রহমান মান্নার টেলিফোনে কথোপকথনের সূত্র ধরে গত বছরের ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি সেনা বিদ্রোহের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় গত ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। মান্না এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাইকোর্টে জামিনের এই আবেদন করেন, যার ওপর ২১ মার্চ শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেন। গুলশান থানার দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কেন জামিন পাবেন না রুলে তা জানতে চাওয়া হয়।






আজ মঙ্গলবার সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নাকে স্থায়ী জামিন দেন। তবে মান্নার বিরুদ্ধে সেনা বিদ্রোহে উস্কানির অভিযোগে আরেকটি মামলা থাকায় তিনি এখন মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।






নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।






(ঢাকাটাইমস/৩০আগস্ট/এমএবি/জেবি)