logo ২০ এপ্রিল ২০২৫
জামায়াতের হরতালের কারণে আদালতে যাবেন না খালেদা
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৪:৩৬:৪৪
image




বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ শুনানির জন্য আদালতে যাচ্ছেন না।



বিষয়টি নিশ্চিত করেছেন খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি বলেছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত ঠিক ছিল বেগম জিয়া বুধবার আদালতে যাবেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদ- বহালের প্রতিবাদে বুধবার দলটি হরতাল আহ্বান করায় বেগম জিয়া নিরাপত্তার জন্য আদালতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।



গত ১৮ আগস্ট আদালত সাবেক এ প্রধানমন্ত্রীকে ৩১ আগস্ট অরফানেজ মামলায় আত্মপক্ষ শুনানির জন্য আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার ওই নির্দেশ দিয়েছেন।



এতিমদের জন্য বিদেশি থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।



২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।



অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।  



(ঢাকাটাইমস/৩০আগস্ট/আরজে/জেডএ)