শফিক রেহমানের ‘মুক্তিতে বাধা নেই’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১২:৫৯:৩৯
প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় শর্তসাপেক্ষে তিন মাসের জামিন পেয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। এতে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই জামিন মঞ্জুর করেন।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী সাংবাদিকদের জানান, পাসপোর্ট জমা দেয়ার শর্তে শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছেন আদালত।
গত ১৬ এপ্রিল সকাল আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শফিক রেহমানকে আটক করে নিয়ে যায়। জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেবি)