দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির ব্যস্ততায় এই ঈদে আগের ঈদের মতো পোশাক নিয়ে সেভাবে ব্যস্ততা থাকে না। তবু নতুন পোশাক কিনেন কেউ কেউ। তাদের জন্য এখন আবার প্রস্তুত ফ্যাশন হাউসগুলো।
আড়ং
আড়ং দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড এবং ঈদের এক অপরিহার্য শপিং ডেস্টিনেশন। তাই ঈদুল আজহা সামনে রেখে আড়ং ঈদ কালেকশন পণ্য সরাসরি দেখে ওই পণ্যের অর্ডারের ব্যবস্থা করেছে। আর ক্রেতাদের এ সুবিধা দিতে আড়ং চালু করেছে অনলাইন শপিং। এর জন্য আপনাকে ব্রাউজ করতে হবে www.aarong.com। এ বছর আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে নতুন মৌসুমের এসব ডিজাইনে বিভিন্ন হালকা ও গাঢ় রঙের মিশেল পাশাপাশি রয়েছে বিভিন্ন স্নিগ্ধ প্যাস্টেল শেডের ছোঁয়া।
বিশ্বরঙ
‘বিশ্বরঙ’র পোশাকে মূলত রঙের প্রাধান্য থাকে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় সব ধরনের উজ্জ্বল রং যেমন লাল, কমলা, নীল, হলুদ, বেগুনি, সবুজ ইত্যাদি রঙের বর্ণিল ব্যবহার রয়েছে। ভ্যালু অ্যাডিশন হিসেবে স্ক্রিন প্রিন্ট এবং হ্যান্ড অ্যামব্রয়ডারির ব্যবহার বেশি করা হয়েছে। এছাড়া ব্লক, স্প্রে, টাই-ডাই, অ্যাপলিক, মেশিন অ্যামব্রয়ডারি, কারচুপি, আড়ি ইত্যাদি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নান্দনিক রূপ দেওয়া হয়েছে। নিজস্ব তাঁতে বোনা কাপড়ের বুননেও আনা হয়েছে নতুনত্ব। তাই আপনি চাইলেই কিনতে পারেন অনলাইনেও। এর জন্য আপনাকে ব্রাউজ করতে হবে www.bishworang.com। বাসায় বসে সামগ্রী পেতে ব্যবহার করতে পারেন হোম ডেলেভারি সার্ভিস।
কে ক্র্যাফট
ঈদ সামনে রেখে নতুন সাজে সেজেছে ‘কে ক্র্যাফট’। নিত্য নতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, টপস, সালোয়ার-কামিজ, লংকুর্তা, টিশার্ট, শার্ট, স্কার্ট-টপস, সিঙ্গেল কামিজ, স্লিমফিট, সেমিফিট পাঞ্জাবি, বাচ্চাদের পোশাকসহ নানা উপহার সামগ্রী দিয়ে সাজিয়েছে কে ক্র্যাফট। এছাড়া নানা রং, বিন্যাস, অলংকরণসহ ঈদ পোশাকের কালেকশন তো রয়েছেই।
রং হিসেবে প্রাধান্য পেয়েছে পেস্ট, সবুজ, পার্পল, বেগুনি, নেভীব্লু কমলা, ফিরোজা, সাদা, অ্যাশ, অফ হোয়াইটসহ নানা শেড। কাপড় হিসেবে বেক্সি কর্টন, টুটোন, স্টাইপ, মসলিন, হাফসিল্ক, সিল্ক, নরসিংদী কটন ও নানা রকম সুতি কাপড়।
গ্রামীণ ইউনিক্লো
ঈদে গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে আরামদায়ক ও যেকোনো পরিবেশ উপযোগী পোশাকের সমারোহ। গ্রামীণ ইউনিক্লোর বর্তমানে ৯টি আউটলেট আছে। গ্রামীণ ইউনিক্লো আউটলেট লোকেশন : বসুন্ধরা সিটি, যমুনা ফিউচারপার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড় (এলিফ্যান্ট রোড), খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-১, মোহাম্মদপুর রোড এবং গুলশান বাড্ডা লিংক রোডসহ একাধিক স্থানে।
রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ একেবারে নতুন আঙ্গিকেই তৈরি করেছে কোরবানি ঈদের পোশাক সম্ভার। এই সংগ্রহে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ-দোপাট্টা, আনস্টিচড সালোয়ার-কামিজ, সিঙ্গল ওড়না, পাঞ্জাবি, শার্ট, বেবি ড্রেস। এছাড়াও বরাবরের মতো আছে গহনা আর বিশেষ উপহার সামগ্রী হিসেবে মগ। বাংলাদেশের আবহাওয়ায় সুতিই সবচেয়ে উপযোগী। রঙ বাংলাদেশও তাই এই কালেকশনে বিভিন্ন ধরনের সুতি কাপড় ব্যবহার করেছে। পাশাপাশি উৎসবময় করতে আরো ব্যবহার করা হয়েছে বলাকা সিল্ক, হাফ সিল্ক, জয়সিল্ক, এন্ডি কটন এবং এন্ডি সিল্ক। এছাড়া এনেছে লাল, কমলা, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা, অ্যাশ, আকাশি, বেগুনি ও বাদামি রঙ। রয়েছে রঙের অসংখ্য শেড। ফলে এই কালেকশন হয়েছে বৈচিত্র্যময়। এই কালেকশনের বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে পোশাককে দৃষ্টিনন্দন করার প্রয়াস। নকশার চাহিদা অনুযায়ী কারচুপি, মেশিন ও হ্যান্ড অ্যামব্রয়ডারি, পাশাপাশি তাই ব্যবহার করা হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, ফয়েল প্রিন্ট ও ফোক প্রিন্ট। রঙ বাংলাদেশ সবসময়ই ভোক্তাদের ক্রয়সাধ্যকে বিবেচনায় রাখে।
বিন্দু
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে নতুন নতুন সব ডিজাইনের পোশাকের প্রাধান্য দিয়েছে ফ্যাশন হাউস বিন্দু। সেই সাথে শরতের আমেজও রয়েছে। প্রতিটি উপলক্ষে ফ্যাশন হাউস বিন্দু সাজে নতুন সাজে। এবারের ঈদেও বিন্দুর রয়েছে আকর্ষণীয় টি-শার্ট, পলো টি-শার্ট ও শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। এসব পোশাকের ডিজাইন ও রঙে রয়েছে বৈচিত্র্য ও আধুনিকতার ছাপ। বিশেষ করে তারুণ্যের কথা মাথায় রেখে পোশাক তৈরি করে এই পোশাক হাউসটি।
আর্টিজ্যান
ফ্যাশন ব্র্যান্ড আর্টিজ্যান এনেছে ঈদুল আজহার জন্য নতুন নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট ও পোলো শার্ট। আরামদায়ক কাপড়ে এসব পোশাক তৈরি করা হয়েছে। আর নকশায় রয়েছে উৎসবের আমেজ। খুচরার পাশাপাশি এখানে পাইকারিও কেনা যাবে।
ই-বে
ফ্যাশন হাউস ই-বে ঈদুল আজহা উপলক্ষে এনেছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট ও পাঞ্জাবি। ঠিকানা : শামসুর রহমান খান পৌর সুপার মার্কেট (দ্বিতীয় তলা), ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল এবং ইস্টার্ন বনবিথী শপিং কমপ্লেক্স (দ্বিতীয় তলা) বনশ্রী, ঢাকা।
নিখুঁত বাংলাদেশ
ঈদ উপলক্ষে ফ্যাশন হাউস নিখুঁত বাংলাদেশ এনেছে নতুন নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে মেয়েদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট এবং শিশুদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও স্কার্ট। নিখুঁত বাংলাদেশের বিক্রয় কেন্দ্র আছে শান্তি নগরের টুইন টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা, দক্ষিণ বনশ্রীর বাড়ি-৭২, ব্লক-কে ও কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির তৃতীয় তলায়।
মেঘ
ফ্যাশন হাউস মেঘ ঈদুল আজহা উপলক্ষে এনেছে পাঞ্জাবি, ফতুয়া, টপস, কামিজ, টি-শার্ট ও শিশুদের পোশাক। দেশীয় কাপড়ে বিভিন্ন উজ্জ্বল রঙে এসব পোশাকের নকশা করা হয়েছে। মেঘের বিক্রয় কেন্দ্র আছে শাহবাগের আজিজ সুপার মর্কেট, ধানমন্ডির সীমান্ত স্কয়ার, মেট্রো শপিং মল ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)।
যোগী
ফ্যাশন হাউস যোগী এনেছে ঈদের রকমারি পোশাক। দেশীয় কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে নকশা করা এসব পোশাকের রঙে ও নকশায় আছে উৎসবের আমেজ। এসব পোশাকের মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মেয়েদের টপস, কামিজ ও শিশুদের পোশাক। খুচরার পাশাপাশি এখানে পাইকারিও কেনা যাবে।
(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এজেড/এমএইচ)