শুধু মনের মিলই নয়...
আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩২:০২

বায়ান্ন বছরের সংসার জীবন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এই দম্পতির। তাদের দীর্ঘ এই দাম্পত্য জীবনে বেশ কিছু চমকপ্রদ মিল রয়েছে যা অন্যের জন্য অনুকরণীয়। সব কিছু ছাপিয়ে গেছে তাদের মধ্যকার দ্বিধাহীন আন্তরিকতা, নির্ভেজাল ভালোবাসা ও খাটি বোঝাপড়া। শুধু তাই নয়, সংসার জীবনের যাত্রা শুরু হওয়ার পর এমন কোনো দিন নেই যে তারা মিলিয়ে পোশাক পরিধান করেননি। সম্প্রতি টুইটে এই দম্পতির কিছু চমৎকার ছবি পোস্ট করা হয়েছে। আর সেসব ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।
ইন্টারনেটে তাদের এসব ছবি প্রকাশ করে এই দম্পতির ১৭ বছর বয়সী নাতি অ্যান্থনি গারগুইলা। ৩০ আগস্ট অ্যান্থনি ছবিগুলো পোস্ট করে। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ফলাও করে ছাপে এই দম্পতির ছবি।
ফ্রান এবং এড গারগুইলা দম্পতির ছবি পোস্ট করে অ্যান্থনি এক টুইটে লিখেছেন, আমার দাদা-দাদী ৫২ বছর একসঙ্গে আছে। তারা প্রতিদিনই ম্যাচ করে পোশাক পরেছেন, তার কিছু ছবি আমাদের সংরক্ষণে রয়েছে এবং তার মাঝ খান থেকে কিছু ছবি আমরা পোস্ট করেছি।
ছবি প্রকাশের পর পরই অনলাইনে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত অ্যান্থনির পোস্টটি এখন পর্যন্ত ৩৯ হাজার বার রিটুইট এবং ৮১ হাজার জন লাইক করেছে। সূত্র: এনডিটিভি।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এসআই/এআর/ঘ/)