ওরা কেন অলিম্পিয়ান হয় না? (ভিডিও)
ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১৪:২০:০৯
কচি পায়ে নিখুঁত মুভমেন্ট। বাতাসের ছন্দে সাবলীল কোমর। ঠিক যেন ভেলভেট ব্যবহার করে ডিগবাজী। যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা চীনের কোনো বালকদের উপমা নয় এটি। এই পদ্মাপারের আনাচে-কানাচেই ছড়িয়ে আছে এমন অসংখ্য বালক। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও অন্তত সেই সাক্ষ্য দিচ্ছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে অল্প বয়সী পাঁচ ছেলে খোলা জমির খাদ ব্যবহার করে ডিগবাজী দিচ্ছে। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ওরা কেন অলিম্পিয়ান হয় না।’ কমেন্টে উত্তরও দিয়েছেন একজন। রবিউল ইসলাম নামের ওই ব্যক্তি লিখেছেন, ‘তৃণমূল পর্যায় থেকে এদের দিকে সেভাবে নজর দেয়া হয় না আমদের দেশে। ওরা ওই খোলা জমিতেই থেমে যায়।’
সীমতা সুলতানা নামের এক নারী মন্তব্য করেছেন, ‘এই বয়সে প্রশিক্ষণ ছাড়া এই মুভমেন্ট কল্পনাই করা যায় না। কী সুন্দরভাবে তারা একে অপরকে অনুসরণ করছে। হলফ করে বলতে পারি, দক্ষ লোকের হাতে পড়লে ওরা বিশ্বজয় করবে।’
শেখ ইরফান নামের এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘শুধু এদের তুলে এনে পরিচর্যা করা দরকার ... অলিম্পিকের সোনা রুপা তখন এরাই এনে দিবে।’
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এএম)