logo ০৩ জুলাই ২০২৫
আসছেন আইকন সালাম মুর্শেদী
দেলোয়ার হোসেন
২৭ আগস্ট, ২০১৬ ১৬:৫৫:২৩
image



আবদুস সালাম মুর্শেদী- এক সময়ের ফুটবল আইকন এখন বিজনেস আইকন। দেশের ফুটবল আর রপ্তানিখাত এগিয়ে নিতে দারুণ অবদান রেখে চলেছেন। যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন।






১৯৮২ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা ফুটবল লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২৭ গোলের অনন্য একক রেকর্ড গড়েন। যা ভাঙাতো দূরের কথা, আজ পর্যন্ত কেউ স্পর্শও করতে পারেনি।ফুটবলের তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার মধ্যেই যুক্ত হন পোশাকখাতে। নন্দিত স্ট্রাইকার নিলেন নতুন এক চ্যালেঞ্জ। জানুন তারই ভাষায়- ‘আমি যখন বিজনেস করি, তখন অনেক সমালোচনা শুনেছি। আমার ফ্রেন্ড সার্কেল অনেক সমালোচনা করেছে। আমার শুভাকাঙ্খীরাও বলেছে, আপনি অনেক ঝুঁকি নিচ্ছেন। আমি বলেছি, ঝুঁকি না নিলে তো মানুষ কখনো সফল হতে পারে না।’






সালাম মুর্শেদী ব্যবসায় সফল হয়েছেন। রপ্তানিমুখী বস্ত্র ও পোশাকখাতে অগ্রগণ্য এক ব্যক্তিত্ব তিনি। দেশের পোশাকখাতের সর্বোচ্চ সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এক্সপোর্টার অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ-ইএবির প্রেসিডেন্ট পদে আছেন এখন। বস্ত্র ও পোশাকখাত ছাড়াও রকমারি ব্যবসায় যুক্ত হয়েছেন। উদ্যোক্তা ও রপ্তানিকারক হিসেবে রাষ্ট্রের শীর্ষ পদক ও স্বীকৃতি পেয়েছেন।






তবে কিছুটা আগে খেলোয়াড়ি জীবন ছাড়লেও ফুটবল অঙ্গন ছেড়ে আসতে পারেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেশের ফুটবল উন্নয়নে কাজ করছেন। মানুষের বেশি ভালোবাসা পেয়ে চলেছেন ফুটবলের কারণেই। শুনুন তার কণ্ঠে- ‘এখনো সবাই আসলে ফুটবলার সালামই বলেন। সেটি আমি প্রমাণ পেয়েছি লন্ডনে গিয়েও। ওখানে এক কিলোমিটার হাঁটতে গিয়ে আমি একশবার বাধাগ্রস্ত হয়েছি। কারণ সবাই আমাকে চেনে। দাঁড়িয়ে জিজ্ঞেস করে সালাম ভাই আপনি কবে এসেছেন, কেমন আছেন, ফুটবলের কি অবস্থা ইত্যাদি।’






সফল মানুষ আবদুস সালাম মুর্শেদী- তার জীবন, দর্শন, ফুটবল, ব্যবসা, দেশ সবকিছু নিয়ে বিশদ বলেছেন অনলাইন সংবাদমাধ্যম ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়কে। তার সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত পড়তে আপনার আশপাশের পত্রিকার দোকান থেকে কিনে নিন ২৮ আগস্ট রোববার প্রকাশিত সাপ্তাহিক এই সময়। এছাড়া সাক্ষাৎকারটি আগামীকাল থেকে তিন পর্বে টানা তিন দিন প্রকাশিত হবে।






# ডিএইচ/এমএইচ