রাত জাগা থেকে সৃষ্টি আত্মহননের প্রবণতা
ঢাকাটাইমস ডেস্ক
২৮ আগস্ট, ২০১৬ ১২:৪৬:৪০
স্ট্রেস, কাজের চাপ, হতাশা, অতিরিক্ত ফোন এবং ল্যাপটপের ব্যবহারের কারণে অনেই ঘুমের সমস্যায় ভুগছেন। সম্প্রতি ইউনিভার্সিটি অব ম্যাঞ্চেস্টারের গবেষণায় জানা যায়, আত্মহননের মতো ভয়ংকর অনুভূতি জাগিয়ে তোলে নিদ্রাহীনতা।
রাতে শুয়ে অনেক ক্ষণ এ পাশ, ও পাশ করার পর ঘুম আসে। স্বাভাবিকভাবেই সকালে বিছানা থেকে শরীরটাকে টেনে তুলতে জ্বর আসে। গবেষকরা জানাচ্ছেন, দীর্ঘ দিন ধরে ঘুমের সমস্যা জাগিয়ে তুলতে পারে আত্মহত্যার ইচ্ছা।
মোট ১৮ জনকে নিয়ে এই সমীক্ষা চালান গবেষকরা। দেখা গিয়েছে ঘুমের ব্যাঘাত হলে হতাশা, অসহায়ত্ব তৈরি হয়। যা আত্মহত্যার মতো ভয়াবহ ইচ্ছার দিকেও ঠেলে দিতে পারে আমাদের। অন্য দিকে, ক্রমাগত ঘুমের অসুবিধা নেতিবাচক চিন্তা বাড়ায়, অবসাদের দিকে ঠেলে দেয়।
গবেষক ডোনা লিটলউড বলেন, ‘সমস্যায় ডুবে থাকলে অনেক সময়ই রাতে ঘুম আসতে চায় না। এতে আরো বেশি অসহায়বোধ করেন তারা। সমাধানের উপায় খোঁজার থেকে আত্মহত্যা করে পালিয়ে যাওয়াকেই তখন শ্রেয় মনে হতে থাকে।’
(ঢাকাটাইমস/২৮আগস্ট/জেএস)