শাড়ি কমবেশী সব নারীর কাছেই পছন্দের পোশাক। এই বর্ষায় অনেকেই বৃষ্টিতে ভিজে অথবা কাপড় নষ্ট হবার ভয়ে শাড়ি এড়িয়ে চলেন। কিন্তু বর্ষাতেও চাই আরামদায়ক ও উজ্জল রঙের পোশাক।
গুলশান শাড়ি মিউজিয়াম ফ্যাশনেবল জর্জেট ও সিল্ক শাড়ি দিয়ে সাজিয়েছে তাদের বর্ষা কালেকশন। এছাড়াও দেশি বিদেশি নামকরা ডিজাইনারদের ডিজাইন করা জাকজমক লেহেঙ্গা, দেশি বিদেশি শাড়ি ও পার্টি ড্রেসতো থাকছেই।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এজেড)