এই বর্ষায় অরা বিউটি লাউঞ্জ সৌন্দর্য সচেতন নারীদের জন্য নিয়ে এসেছে সময় উপযোগী তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজ। প্যাকেজ-১ এ রয়েছে এক্সক্লুসিভ ব্রাইডাল মেকআপ এর সাথে ফ্রি পার্টি মেকআপ, প্যাকেজ-২ তে রয়েছে এক্সক্লুসিভ হলুদ মেকআপের সাথে ফ্রি হোয়াইটেনিং ফেসিয়াল এবং প্যাকেজ-৩ এ রয়েছে ৩টি পার্টি মেকআপের সাথে একটি পার্টি মেকআপ ফ্রি।
এছাড়াও অরাতে রয়েছে হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল মেহেদী, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার কাটিং অ্যান্ড স্টাইল, হেয়ার কালারিং, ফুট মাসাজ সহ রূপচর্চার আরো নানান সেবা।
যোগাযোগ: গোল্ড প্যালেস দ্বিতীয় তলা, ৩, নিউ বেইলী রোড, ঢাকা।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এজেড)