logo ১৮ এপ্রিল ২০২৫
জামিনে মুক্তি পেলেন সিদ্দিকুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩০:১৩
image



তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল তাকে জামিন দেন। পরে বিকালে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। সিদ্দিকুরের ছোটভাই সাংবাদিক মশিউর রহমান তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।






প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে আইসিটি আইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের করা একটি মামলায় গত বৃহস্পতিবার সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।






সিদ্দিকুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও গ্রেপ্তারে প্রশাসনকে আরও সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়ে সিদ্দিকুর রহমান যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা।






(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি)