শান্তি এবং সম্প্রীতির দেশ হিসেবে কানাডা সুপরিচিত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও সাম্প্রদায়িক সম্প্রীতির বজার রাখার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছেন। এবারের ঈদুল আজহা উপলক্ষে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও অসাম্প্রদায়িকতা ফুটে ওঠেছে।
মুসমানদের উদ্দেশে ট্রুডো বলেন, ‘আজ, কানাডা এবং বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র হজ শেষে ঈদুল আজহা উদযাপনের জন্য সমবেত হবে। ঈদুল আজহা ইবাদত, ক্ষমা আর উদযাপনের একটি সুযোগ। বন্ধু আর স্বজনেরা একত্রিত হবে সকালের নামাজ পড়তে, উৎসবের খাবার একসাথে খেতে, শুভেচ্ছা আর উপহার বিনিময় করতে, কোরবানির শিক্ষা প্রতিফলিত করতে এবং অভাবীদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে।’
তিনি আরও বলেন, ‘আজকের মতো দিনগুলোতে আমরা শান্তি, সহমর্মিতা, পরিবার আর বন্ধুত্বের যেসব মূল্যবোধে সব কানাডিয়ানকে একত্রিত করেছে, সেগুলো স্মরণ করি।'
‘আজকের দিনে আমাদের বিকাশমান মুসলিম সম্প্রদায় প্রতিদিন এবং প্রতিনিয়ত আমাদের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করার বিষয়টি স্বীকৃতিও দিতে পারি। আমাদের ধর্ম, সংস্কৃতি বা দেশ কোনো বিষয় নয়, আমরা কানাডার সবচেয়ে শক্তিশালী বিষয় আমাদের বৈচিত্র্যকে স্মরণ করছি।'' আমাদের পরিবার, সোফির পক্ষ থেকে ঈদ উদযাপন এবং হজকারী কানাডা এবং সারা বিশ্বের মুসলমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।’