logo ০৬ মে ২০২৫
যুক্তরাষ্ট্রের অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৪:০৮
image



যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ছয় শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে। গত একশ বছরে শহরটিতে এমন দুর্ঘটনা ঘটেনি বলে বিবিসির এক খবরে প্রকাশ।  






ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সোমবারের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয় শিশু এবং তিন জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। অন্য আরেকটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।






প্রতিবেশীরা জানায়, এক তলা বাড়িটি থেকে শিশুদের মৃতদেহ বহন করার সময় ফায়ার সার্ভিসের কর্মীদের ফুঁপিয়ে কাঁদতে দেখা গেছে।






ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আরও জানায়, বসার ঘরে এয়ার কন্ডিশনের ক্যাবলে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।  






মেমফিসের মেয়র জিম স্ট্রিকল্যান্ড বলেন, ‘একটি পরিবারে এমন প্রাণহানির ঘটনায় পুরো শহর শোকাহত। এটি খুবই দুঃখজনক দিন।’






১৯২০ সালের পর শহরটিতে অগ্নিকাণ্ডে এমন হতাহতের ঘটনা ঘটেনি।






(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসআই)