অভাবের তাড়নায় তিন সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ
ঢাকাটাইমস ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১০:২০

ভারতের ওডিশায় তিন শিশুকে কুয়ায় ফেলে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা করেছেন এক নারী। অভাবের চন্ত্রনা সহ্য করতে না পেরে গত শনিবার ঐ গৃহবধূ পাশেই এক কুয়ায় তিন সন্তানকে নিয়ে ঝাঁপ দেন। জানতে পেরে প্রতিবেশিরা এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে দ্রুততম সময়ের মধ্যে তারা উদ্ধার অভিযানে অংশ নেন এবং পরে দমকল কর্মীরা ঐ মাহিলাকে জীবিত উদ্ধার করতে পারলেও তিন শিশু মারা যায়। এক পর্যায়ে ঐ মহিলা পালিয়ে যান এবং পরের দিন রবিবার অ্যাঙ্গুল জেলার গুরুজাং গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর এনডিটিভির।
কিশোরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেরকেত্তা জানান, ওই নারীর নাম সোবহাগিনি বাহেরা। শনিবার তাকে কুয়া থেকে উদ্ধারের পরই তিনি পালিয়ে যান। পরে এক মন্দির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, বাহেরা নিজের ছয়, চার এবং দুই বছর বয়সী তিন ছেলে সন্তানকে প্রথমে কুয়ায় ফেলেন। এরপর তিনি নিজেও কুয়ায় ঝাঁপ দেন। পরে গ্রামের লোকজন এই ঘটনা টের পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। তারা এসে ওই নারী ও শিশু তিনটিকে উদ্ধার করেন। এতে ওই নারী প্রাণে বেঁচে গেলেও শিশু তিনটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিজেদের শেষ করে দেয়া মতো চূড়ান্ত পদক্ষেপ কেন বাহেরা নিলেন? তার কারণ খুঁজে বের করতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রামবাসী জানায়, বাহেরা স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিছু অপরাধের কারণে কারাভোগ করছেন তার স্বামী। ফলে দারুণ অর্থসংকটে ভোগছিলেন তিনি। অভাবের তাড়নাই সন্তানদের নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই/ এআর/ ঘ.)