logo ০৬ মে ২০২৫
আরেকটি পারমাণবিক পরীক্ষা ‘চালাবে’ উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫১:১৯
image




আরেকটি পারমাণবিক পরীক্ষার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, এমনটি জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া।



উল্লেখ্য, গত শুক্রবার উত্তর কোরিয়া তাদের পঞ্চম এবং এযাবৎকালের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিষ্ফোরণ চালায়।



উত্তর কোরিয়ার পর্বতময় পরীক্ষাস্থলের অব্যবহৃত একটি সুড়ুঙ্গে এ পরীক্ষা চালানো হতে পারে। অব্যবহৃত তৃতীয় সুড়ুঙ্গটিতে যে কোনো সময় পারমাণবিক পরীক্ষা চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে উত্তর কোরিয়া, এমন অনেকগুলো ইঙ্গিত পাওয়া গেছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়।



তবে উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় অবস্থিত পুঙ্গাইয়ে-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে কী কী তৎপরতা চিহ্নিত করা হয়েছে, প্রতিবেদনে তা বিস্তারিত জানানো হয়নি। এই পুঙ্গাইয়ে-রি কেন্দ্রে  দেশটি এ পর্যন্ত পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।



গতকাল রবিবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক সূত্রে ইয়ানহোপ এই সংবাদ প্রচার করে।



এদিকে উত্তর থেকে পারমাণবিক বোমা হামলার কোনো ধরনের ইঙ্গিত পেলেই তাদের রাজধানী পিয়ংইয়ং গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আতঙ্কিত দক্ষিণ কোরিয়া।



(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেএস)