logo ০৭ মে ২০২৫
আবারো আম আদমির নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৬:৪১
image



সুন্দীপ কুমারের পর আবারো যৌন নির্যাতনের অভিযোগ আম আদমি পার্টির আরেক বিধায়কের বিরুদ্ধে। আপ বিধায়ক আমানাতুল্লা খানের বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক এবং যৌতুকের জন্য সেই নারীর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে যোগসাজশের অভিযোগ করা হয়েছে।






যদিও আমানাতুল্লা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই মহিলার সঙ্গে তার কোনও সম্পর্কই নেই।”






ওখলার বিধায়ক আমানাতুল্লা যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই সমস্ত পদ থেকে ইস্তফা দেন। তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন কি না তা নিয়ে প্রশ্ন করা হলে আমানাতুল্লা কোনো জবাব দেননি।






দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পাঠানো পদত্যাগ পত্রে তিনি লেখেন, তাকে এবং পরিবারকে কলঙ্কিত করার জন্য এ ভাবে ফাঁসানো হয়েছে। তার সততা অনেকেই মেনে নিতে পারছিলেন না। আগের সরকারের অনেক দুর্নীতি তিনি ফাঁস করেছেন। তারই প্রতিশোধ নিতে এ সব চক্রান্ত করা হয়েছে। মানুষকে কৈফিয়ত্ দিতে দিতে আমি ক্লান্ত। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তাই সরকারের দেওয়া সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চাই।






এর আগেও বিতর্কে জড়িয়েছেন এই আপ বিধায়ক। দুইদিন আগেই দিল্লির ওয়াকফ বোর্ডের দপ্তরে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ছাড়াও গত জুলাইয়ে এক নারীকে হুমকি দেয়ার অভিযোগে আমানাতুল্লাকে গ্রেপ্তার করেছিলে পুলিশ। দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন তিনি।






এদিকে সন্দীপের পর আমানাতুল্লা খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় কেজরিওয়াল আরো বিপাকে পড়লেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।






(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেএস)