logo ০৭ মে ২০২৫
ত্যাগের মহিমায় দেশে দেশে ঈদ
ঢাকাটাইমস ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১২:৩৭
image




রাত পোহালে ঈদ। বাংলাদেশসহ গোটা ভারতবর্ষে। মধ্যপ্রাচ্যের দেশের মানুষ চাঁদ দেখেছে আগে। হিসেবে এগিয়ে থেকে আজ ঈদুল আজহা উদযাপন করছেন তারা। মহান আল্লাহর সান্নিধ্য লাভের আশায় পশু কোরবানি করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে দেশে দেশে ঈদ উদযাপনের খবর। আল জাজিরা, গালফ নিউজ, ওয়াশিংটন পোস্টে এসব খবর দিচ্ছে।



মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমানের চলছে ঈদ উৎসব। এছাড়া ইয়েমেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের মুসলিমরাও উদযাপন করছেন ঈদুল আজহা। তাদের সঙ্গে তালমিলিয়ে ইউরোপ-আমেরিকার দেশগুলোতেও মুসলমানরা ঈদ উদযাপন করছেন। বাংলাদেশের মতো ওই দেশগুলোতেও তিনদিন ধরে চলে ঈদ উৎসব।



আল জাজিরা জানিয়েছেন, সৌদি আরবের নাগরিকরা সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন শুরু করে। একই ভাবে ওমান ও কাতারেও ঈদ হচ্ছে। মসজিদে, বড় সড়ক ও খোলা জায়গাতেও ঈদের জামাত হয়েছে।



পশু জবাই করার ব্যস্ততার কথাও জানিয়েছে গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতে কোবরানির পশু জবেহ শুরু হয়েছে খুব সকালেই। নামাজ আদায়ের পর পরই।



শুধু সেসব দেশের নাগরিকরাই নন, ভিনদেশি নাগরিকরাও সামিল হয়েছেন ঈদ উৎসবে। আনন্দ ভাগাভাগিতেও এতটুকু কমতি হচ্ছে না কোথাও।



ওয়াশিংটন পোস্ট তার খবরে বলছে, পশু কোরবানির জন্য জায়গা ঠিক করে দেয়া হয়েছে। নির্ধারিত জায়গার বাইরে পশু কোরবানিতে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।



ইসলামের বিধান অনুযায়ী আজ থেকে পরবর্তী দুদিন পর্যন্ত পশু কোরবানি দেয়া যাবে। সে হিসেবে আগামীকাল ও পরদিনও আল্লাহর সন্তুষ্ট কামনায় পশু কোরবানি হবে।











(ঢাকাটাইমস/ ১২ সেপ্টেম্বর/ এইচএফ)