পিয়ংইয়ং ধ্বংসের হুমকি দক্ষিণ কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৩:১২

উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা হামলার কোনো আলামত পেলেই দেশটির রাজধানী পিয়ংইয়ং-কে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।
দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থার ইয়নহাপের খবরে বলা হয়, ব্যালিস্টিক মিসাইল এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকের আঘাতে পিয়ংইয়ং-কে পুরোপুরি উড়িয়ে দেয়া হবে।
ইয়নহাপ দক্ষিণ কোরিয়া সরকারের অর্থ এবং পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়।
গত শুক্রবার পঞ্চমবারের মত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির দাবি, এটি তাদের সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের পরীক্ষা।
এর পরপরই আন্তর্জাতিক বিশ্ব তীব্র প্রতিক্রিয়া দেখায়। উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাও আসে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাপান ও দক্ষিণ কোরিয়া যদি উত্তর কোরিয়ার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তবে তারা তা সমর্থন করবে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
এর জবাবে রবিবার পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়, অর্থহীন নিষেধাজ্ঞার হুমকি খুবই হাস্যকর।
পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা থাকার পরও দেশটি ২০০৬ সালে প্রথমবার পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়। তারপর উত্তর কোরিয়ার উপর পাঁচ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসআই)