সিরিয়ায় ঈদের আগের দিন ১০০ লাশ
আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৮:৫৯
সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হলেও থেমে নেই বোমা হামলা। রবিবার সকালে বিদ্রোহী বাহিনী নিয়ন্ত্রণাধীন আলেপ্পো এবং ইদলিবে বিমান হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। খবর বিবিসির।
সিরিয়ার ইদলিব শহরের একটি মার্কেটে বিমান হামলায় নিহত হয় ৬০ জন। অন্যদিকে আলেপ্পোতে বোমা হামলায় অন্তত আরও ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১০ দিনের অস্ত্রবিরতি শুরু হওয়ার কথা আগামীকাল সোমবার সূর্যাস্তের পর থেকে। কিন্তু তার আগেই আবারও এই বিমান হামলা চালানো হলো। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অস্ত্র বিরতির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে আরো কিছু পদক্ষেপ নিতে হবে বলে সতর্ক করেন তারা।
সিরিয়া বিরোধী দলের এক মুখপাত্র জানান, এই অস্ত্রবিরতিতে সবাই আশা খুঁজে পেয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানা প্রয়োজন।
তবে এ বিষয়ে বাশার আল আসাদের সমর্থনকারী ইরানের কোনো বক্তব্য এখনো আসেনি।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসআই)