তাঞ্জানিয়ায় ভূমিকম্পে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩০:০৪
পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক। খবর বিবিসির।
তাঞ্জানিয়ার উত্তরে উগান্ডা ও রুয়ান্ডার সীমান্তবর্তী লেক ভিক্টোরিয়ার কাছাকাছি স্থানীয় সময় শনিবার বিকাল ৩টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ মাইল।
পার্শ্ববর্তী কেনিয়ার পশ্চিমাঞ্চলের বাসিন্দারাও এর তীব্রতা অনুভব করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভূমিকম্প পরবর্তী ছবিতে বুকোবা শহরের ব্যাপক ধ্বংসস্তুপ দেখা গেছে। শহরটিতে ৭০ হাজারেরও বেশি মানুষ বাস করে। এই এলাকায়ই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বুকোবার ডিস্ট্রিক্ট কমিশনার দেদাতুস কিনাওয়াইলা বলেন, ‘এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। আহত অনেককেই হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।’
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসআই)