ফিলিপাইন ছেড়ে মার্কিন বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৩:৫১

ফিলিপাইনের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে প্রত্যাহার করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, মার্কিন বাহিনীর উপস্থিতি মুসলিম জঙ্গিরা পশ্চিমাদের বিরুদ্ধে হিংস্র হয়ে উঠতে পারে। রয়টার্সের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।
সোমবার প্রেসিডেন্ট ভবনে নতুন কর্মকর্তাদের এক শপথ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় দোতার্তে বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীকে চলে যেতে হবে। আমি আমেরিকার সঙ্গে বিরোধ চাই না, কিন্তু তাদের চলে যেতেই হবে।’
গত সপ্তাহে ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স’ (আসিয়ান) এর সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বলেও জানান দোতার্তে। কিন্তু ওবামাকে নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পর ওই বৈঠক বাতিল হয়ে যায়।
দোতার্তে বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মিন্দানাও ত্যাগ করুক। কারণ মুক্তিপণের জন্য তারা অপহরণের শিকার হতে পারে।’
ফিলিপাইনের সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার কাছে নিয়োজিত মার্কিন বিশেষ বাহিনী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট আবু সায়াফ গ্রুপের হামলার মোক্ষম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বলে জানান তিনি।
এছাড়া, অন্য কোনও দেশের ‘হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে নিজেদের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চান’ বলেও জানিয়েছেন দোতার্তে।
ক্ষমতা গ্রহণের পরপরই ফিলিপিন্সকে মাদক মুক্ত করতে কঠোর হস্তে মাদক কারবারিদের দমন শুরু করেন দোতার্তে।
তিনি তার প্রশাসনকে ‘মাদক কারবারিদের দেখা মাত্র গুলি করার নির্দেশ’ দেন। যার ফলে দেশটিতে বিনা বিচারে হত্যাকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।
(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই)