পাকিস্তানে ঈদের জামাতে বোমা হামলা, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৩:৪৩

পাকিস্তানের সিন্ধ প্রদেশের শিকারপুরের খানপুর তেহশিলে ঈদের জামাতে দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
পুলিশের সূত্রগুলো জানায়, ঈদের জামাত চলাকালীন চার আত্মঘাতী হামলাকারী খানপুরে অনুপ্রবেশ করে। এদের মধ্যে দুইজন ঈদগাহ মাঠে হামলার চেষ্টা করে। এদের মধ্যে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশসহ ১০ জন আহত হন। অপর হামলাকারী পালিয়ে যায়।
অপর দুই হামলাকারী ইমামবারগাহ লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সন্দেহজনক গতিবিধি লক্ষ করে পুলিশ তাদের বাধা দেয়। তল্লাশির জন্য থামানোর সঙ্গে সঙ্গেই এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
পুলিশ কর্মকর্তা বাহারদিন কেরিও জানান, অপর হামলাকারীও একজন আত্মঘাতী বোমা হামলাকারী হতে পারেন সন্দেহে তাকে ঘটনাস্থলে গুলিতে আহত করে গ্রেপ্তার করা হয়।
আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজঙ্ক বলে জানিয়েছেন তিনি। হামলার চেষ্টাকালে ইমামবারগাহের ভিতরে কয়েকশ মুসুল্লি ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
বিস্ফোরণে আহতদের শিকারপুরের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এসআই)