logo ১৯ এপ্রিল ২০২৫
বরিশালে চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমি ব্যবসায়ীরা
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪৩:৫৪
image



বরিশালে কোরবানির ঈদে মৌসুমি ব্যবসায়ীদের জিম্মি করে কম দামে চামড়া ক্রয় করছে মোকাম ব্যবসায়ীরা। এমন অভিযোগ করেছে, বরিশাল চামড়া পট্টিতে চামড়া বিক্রি করতে আসা মৌসুমি ব্যবসায়ীরা। মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন, মোকামের ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে তাদের ঠকাচ্ছেন। যার কারণে লোকসানে পড়েছেন তারা।






তবে মোকাম ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি ব্যবসায়ীরা কিছু না বুঝে বেশি দামে বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে এখন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।






সারাবছর বরিশাল চামড়া পট্টির কার্যক্রম ঢিমেতালে চললেও বছরের এই সময়টি ব্যাপক সরগরম হয়ে ওঠে। সেই সূত্র ধরে এই চামড়া পট্টিতে কোরবানির ঈদের দিন দুপুরের পর থেকেই বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে আসতে শুরু করে মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু কোরবানির ঈদকে পুঁজি করে যেসব মৌসুমি ব্যবসায়ী তৃণমূল থেকে চামড়া কিনে এখানে এসেছেন তাদের এবার মাথায় হাত। কারণ তারা যে দামে চামড়া কিনে এনেছেন এখানে তার অর্ধেক দাম বলা হচ্ছে। অভিযোগ রয়েছে, তাদের জিম্মি করে সিন্ডিকেটের মাধ্যমে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। যার ফলে লোকসান গুনতে হচ্ছে।






এ বিষয়ে বরিশাল চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান শাহিন বলেছেন, মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী সিন্ডিকেটের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।






তিনি বলেন, মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে কম দামের চামড়া বেশি দামে কিনে আনায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাছাড়া ঢাকায় তাদের বিপুল পরিমাণ টাকা আটকে থাকায় স্থানীয় ব্যবসায়ীরা অর্থকষ্টেও আছে। তাই নির্ধারিত মূল্যের বাইরে বেশি টাকায় তাদের কোনভাবেই চামড়া কেনা সম্ভব না।






(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)