logo ২০ এপ্রিল ২০২৫
অবকাশে থাকবেন দুই চেম্বার বিচারপতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০৭:১০
image




অবকাশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুইজন বিচারপতি শুনানি গ্রহণ করবেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে অবকাশে শুনানি গ্রহণের জন্য মনোনীত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।



আগামী ১৮, ২৩ সেপ্টেম্বর এবং ২, ৯, ১৯, ২৩ অক্টোবর এ দুই বিচারপতি শুনানি গ্রহণ করবেন। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। 



বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



গত ১৪ সেপ্টেম্বর থেকে ৫১ দিনের অবকাশ চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিদের। আগামী ২৭ অক্টোবর এ অবকাশ শেষ হবে।



সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১৪ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে এ দুই বিচারপতিকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।



গত ১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে অবকাশকালীন বিচারপতি হিসেবে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। তবে আজ বৃহস্পতিবার সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবকাশকালীন বিচারক হিসেবে মনোনীত করেছেন।



  (ঢাকাটাইমস/ ১৫ সেপ্টেম্বর/ এমএবি/ জেডএ)