সাংবাদিক ইমরুলের ওপর দুর্বৃত্তদের হামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৯:২৬
বেসরকারি টেলিভিশন এনটিভি’র জ্যেষ্ঠ প্রতিবেদক ইমরুল আহসান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তার ওপর এই হামলা চালানো হয়। এ ব্যাপারে তিনি শুক্রবার সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইমরুল আহসানের অভিযোগ থেকে জানা যায়, তিনি ঈদের ছুটিতে তার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার ছোট শিকারপুরে পরিবার পরিজন নিয়ে আসেন। বৃহস্পতিবার বাড়ি এসে রাত সাড়ে ৮টার দিকে নিমতলা বাজারে যাওয়ার পথে বালিয়াকান্দা নামক স্থানে ৫-৬ জন দুর্বৃত্ত তাকে আটকে এলোপাথারি মারধর করে আহত করে। স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে তিন শুক্রবার থানায় অভিযোগ করেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেবি)