logo ১১ এপ্রিল ২০২৫
জাগো নিউজের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে সমন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪৪:৩৬
image



অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সুজন মাহমুদসহ চারজনের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের অভিযোগে মানহানির মামলায় সমন জারি করেছে আদালত।






শনিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে ঢাকা জেলার সাভার থানাধীন মানিকনগর এলাকার জনৈক মো. দেলোয়ার হোসেন এই মামলা দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলাটি সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।






মামলার অপর আসামিরা হলেন, জাগোনিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, বার্তা সম্পাদক মনিরুজ্জামান উজ্জল এবং প্রতিবেদক মো. জাহাঙ্গীর আলম।






মামলার অভিযোগে বলা হয়, বাদীর ছোটভাই আনোয়ার হোসেন আমজাদকে চাঁদার টাকা না পেয়ে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাসার সামনে আসামি বাপ্পি, রুবেল ও বাবুল চাপাতি ও লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক আহত করেন। পরবর্তী সময়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৬ সেপ্টেম্বর আমজাদ মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় বাদী ভাই হত্যায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৩০ আগস্ট ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে আসামি বাপ্পি ও রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাবুল খালাস পান। কয়েকটি মিডিয়া মামলাটির রায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে জাগোনিউজে ‘মাদক ব্যবসায়ীকে হত্যায় দুইজনের যাবজ্জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে নিহত আমজাদ মাদক ব্যবসায়ী বলে মিথ্যা, মানহানিকর বক্তব্য উল্লেখ করা হয়। ওই অভিযোগে বাদী আসামিদেরকে প্রথমে লিগ্যাল নোটিশ পাঠান। আসামিরা লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোনো জবাব না দেয়ায় শনিবার মামলা দায়ের করেন।






(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আরজেড/জেবি)