আনুষ্ঠানিক সম্প্রচারে ডিবিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৯:০৬
ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি) নামে আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি হবে পুরোপুরি সংবাদভিত্তিক চ্যানেল। বুধবার সকাল ১০টায় চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনুর উপস্থিত ছিলেন। মহাখালী বাণিজ্যিক এলাকার আহসান টাওয়ারে চ্যানেলটির কার্যালয়।
প্রচারে আসার আগে বেশ কিছুদিন পরীক্ষামূলক সম্প্রচার করে চ্যানেলটি। চ্যানেলটির কর্ণধার প্রতিষ্ঠান ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। ডিবিসির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
এই টেলিভিশনটি নিয়ে বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এখন প্রায় ৩০টি। এ নিয়ে দেশে সংবাদভিত্তিক চ্যানেলের সংখ্যা দাঁড়ালো আট-এ।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)