মামলা আতঙ্কে কলাপাড়ার সাংবাদিকরা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৫:৪৪

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকরা মামলা আতঙ্কে রয়েছেন। বরিশাল থেকে প্রকাশিত সংবাদপত্র ও অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ জাতীয় দৈনিকগুলোর স্থানীয় প্রতিনিধি ১১ জনের বিরুদ্ধে কলাপাড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দুটি মামলা করেছেন সিনিয়র আইনজীবী জালাল উদ্দিন তালুকদার।
আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুজ্জামান রাসেল জানান, জেষ্ঠ্য বিচারিক হাকিম মামলাটি আমলে নিয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেছেন।
রবিবার কলাপাড়ার অনলাইন নিউজ পোর্টাল কলাপাড়া নিউজ ২৪ ডটকমের সম্পাদক দেলওয়ার হোসেন, নির্বাহী সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কুয়াকাটা নিউজ ডটকমের সম্পাদক মো. নুরুজ্জামান মামুন এবং প্রতিবেদক উত্তম কুমার হাওলাদারকে আসামি করা হয়।
এর আগে শনিবার অ্যাডভোকেট মো. জালাল তালূকদার একই ঘটনায় বরিশাল থেকে প্রকাশিত বিপ্লবী বাংলাদেশের প্রকাশক নুরুল আলম ফরিদ, ওই পত্রিকার বার্তা প্রধান আহম্মেদ জালাল, দৈনিক বিপ্লবী বাংলাদেশের, ভোরের কাগজ ও ঢাকাটাইস কলাপাড়ার প্রতিনিধি এসকে রঞ্জন, দখিনের মুখ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন হাফিজ, প্রকাশক ইয়াসমিন, কলাপাড়ার প্রতিনিধি কবির তালুকদার, দৈনিক যায়যায় দিনের সাংবাদিক চঞ্চল সাহার নাম উল্লেখ করে তিনি মামলা করেন।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর কলাপাড়া পৌরশহরে প্রথম শ্রেণীর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাকে ‘মালাউন মার্কা অফিসার’ উল্লেখ করে জালাল তালুকদার লিফলেট বিতরণ করেন। এ খবর পত্রিকায় প্রকাশ করলে তিনি ওইসব সাংবাদিকদের উপর ক্ষুদ্ধ হয়ে মামলা করেন।
এদিকে একের পর এক সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করায় পটুয়াখালী প্রেসক্লাব, কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোটার্স ইউনিটি এবং মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখা তীব্র নিন্দা জানিয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিএম শাহনেয়াজ সাংবাদিকদের জানান, একটি মামলার আদালতের কাগজপত্র পেয়েছি। অপর মামলার কাগজপত্র পাওয়া গেলে তদন্তপূয়র্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)