লেনোভোর টু ইন ওয়ান ল্যাপটপ
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১০:৫১
চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো নতুন একটি ল্যাপটপ বাজারে ছেড়েছে। এটি টু ইন ওয়ান ল্যাপটপ। মডেল থিঙ্কপ্যাড এক্স১ ইয়োগা। হালকা-পাতলা এই ল্যাপটপটি প্রথম প্রদর্শন করা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেট্রোনিক্স শোতে।
ল্যাপটপটিতে আছে, ১৪ ইঞ্চির ডব্লিউকিউএইচডি। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে আছে ২.৪ গিগাহার্জের ইন্টেল কোর আই ৫-৬২০০ ইউ প্রসেসর। র্যাম আছে ৪ জিবি। হার্ডডিস্ক ১২৬ জিবি।
ল্যাপটপটিতে ৬৪ বিটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। এতে আছে ইউএসবি এক্স৩, এইচডিএমআই এক্স ১।
থিঙ্কপ্যাড সিরিজের এই ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবের মত ব্যবহার করা যায়।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)