স্মার্টফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানোর সময় করণীয়
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫০:৪২
সাধারণত স্মার্টফোনের ডিসপ্লের সুরক্ষার জন্য স্ক্রিন প্রটেকক্টর লাগানো হয়। এই প্রটেক্টর ডিসপ্লের সুরক্ষা দেয়ার পাশাপাশি স্ক্রিনের টাচ অপশনকেও দ্রুত কমান্ড দিতে সহায়তা করে। কিন্তু জানেন কী স্ক্রিন প্রটেক্টর লাগানোর সময় বেশি তাড়াহুড়ো না করাই ভালো। জেন নিন কি করে স্মার্ট স্ক্রিন প্রটেক্টর লাগাবেন।
১) ফোন কেনার সঙ্গে সঙ্গেই স্ক্রিন প্রটেক্টর লাগিয়ে নিন।
২) সস্তার অনামী প্রটেক্টর না লাগিয়ে ভালো কোম্পানির বেছে নিন।
৩) স্ক্রিন প্রটেক্টর লাগানোর আগে দেখে নিন, দোকানদার যেন আপনার মোবাইলটিকে সলিউশন দিয়ে ভালো করে মুছে নেন।
৪) দোকানদারকে বলুন স্ক্রিন প্রটেক্টর লাগানোর আগে ভালো করে দেখে নিতে, যেন হাওয়া না ঢুকে যায়।
৫) স্ক্রিন প্রটেক্টর লাগানোর আগে দেখে নিন, স্ক্রিন প্রটেক্টর কোনও স্ক্র্যাচ নেই তো!
৬) ফোন ক্যামেরা ও ফ্ল্যাশকে বাদ রেখে স্ক্রিনগার্ড লাগিয়ে নিন।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)