logo ১৯ এপ্রিল ২০২৫
হুয়াওয়ের স্মার্টফোনের দাম কমলো
আইটি ডেস্ক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৮:৫৬
image




দেশের বাজারে বেশ কয়েকটি স্মার্টফোনের দাম কমিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।



 ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি বিল্টইন মেমোরি  এবং ১ জিবি র‌্যামের হুয়াওয়ে ওয়াই৫সি-এর দাম ৬ হাজার ৪৯০ থেকে কমিয়ে ৫ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।ফোনটিতে আছে ৮মেগাপিক্সেলেরর ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি অ্যানড্রয়েড কিটক্যাট ৪ অপারেটিং সিস্টেম চালিত।



 হুয়াওয়ে ওয়াই৬ প্রো-তে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ১৬ জিবি বিল্টইন মেমোরি এবং ২ জিবি র‌্যাম। আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে দাম ধরা হয়েছে ১১ হাজার ৬৯০ টাকা। এটি অ্যানড্রয়েড ললিপপ ৫  অপারেটিং সিস্টেম চালিত।



হুয়াওয়ে জি প্লে মিনির দাম কমিয়ে ধার্য করা হয়েছে ১২ হাজার ৪৯০ টাকা যার পূর্বের দাম ছিল ১৩ হাজার ৯৯০ টাকা। সেটটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে, ৮জিবি বিল্টইন মেমোরি, ২জিবি র‌্যাম এবং ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি রম, ২ জিবি র‌্যাম, ৫.৫ ইঞ্চির ডিসপ্লে এবং অ্যানড্রয়েড ললিপপ ৫ অপারেটিং সিস্টেম চালিত।  হুয়াওয়ে অনার ফোরএক্স হ্যান্ডসেটটির দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে রাখা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা। হুয়াওয়ে ওয়াই৬ টু-তে আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৬ জিবি রম, দুই জিবি র‌্যাম, পাঁচ ইঞ্চির ডিসপ্লে এবং অ্যানড্রয়েড মার্সম্যালো ৬ ওএস। হ্যান্ডসেটটির দাম ১৪ হাজার ৯৯০ থেকে কমিয়ে ১৩ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।



হুয়াওয়ে পিএইট লাইটে আছে পাঁচ ইঞ্চির ডিসপ্লে, ১৬ জিবি রম এবং দুই জিবি র‌্যাম। অ্যানড্রয়েড ললিপপ ৫ অপারেটিং সিস্টেম চালিত।  হ্যান্ডসেটটিতে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটির পূর্বের দাম ছিল ১৬ হাজার ৪৯০ টাকা। বর্তমান দাম ১৫ হাজার ৪৯০ টাকা।



 বহুল জনপ্রিয় জিআর ফাইভের দাম ১৯ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে রাখা হয়েছে ১৮ হাজার ৯৯০ টাকা। এতে আছে অ্যানড্রয়েড ললিপপ ৫ যা হালানাগাদ করা যাবে ম্যার্সম্যালো ৬ ওএস-এ। এদিকে জিসেভেন প্লাসের দাম ২৭ হাজার ৯৯০ থেকে কমিয়ে ধার্য করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা। ৩২ জিবি রম ও তিন জিবি র‌্যামের অ্যানড্রয়েড ললিপপ ৫ ওএসচালিত হ্যান্ডসেটটি হালনাগাদ করা যাবে মার্সম্যালো ৬-এ। এতে আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।



রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কসহ দেশব্যাপি সবগুলো হুয়াওয়ে এক্সপিরিয়েন্স সেন্টার এবং ৬৪টি জেলায় হুয়াওয়ের ব্র্যান্ড শপগুলোতে নতুন দামে হুয়াওয়ের হ্যান্ডসেটগুলো ক্রয় করতে পারবেন ক্রেতারা।   



(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)