logo ১৯ এপ্রিল ২০২৫
সিন্দাবাদ ডটকমের সঙ্গে হক গ্রুপের চুক্তি
ঢাকাটাইমস ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:১৯:১৮
image



দেশের প্রথম এবং একমাত্র বি টু বি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডটকম চুক্তিবদ্ধ হলো স্বনামধন্য কনজ্যুমার ব্র্যান্ড হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে। সম্প্রতি রাজধানীর হক গ্রুপের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।






এই চুক্তির আওতায় হক গ্রুপের সব পণ্যের ই-কমার্স ডিস্ট্রিবিউটর হলো সিন্দাবাদ ডটকম। এর মাধ্যমে অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন সিন্দাবাদ ডটকম থেকেই অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে হক গ্রুপের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড, যেমন মিস্টার কুকিজ, চকো নাটি, ডিং ডং বিস্কিট, হক ব্যাটারি, পটেটো চিপস ইত্যাদি কিনতে পারবেন। এছাড়া অফিসের কেনাকাটার বিভিন্ন ঝামেলাজনক ধাপ এড়িয়ে এক জায়গায় এবং পাইকারি দামে কেনাকাটা করতে পারবে ক্ষুদ্র, মাঝারি বা বড় ব্যবসায়ীরাও।  






চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক গ্রুপের সিওও শামসুল আরেফিন এবং সিন্দাবাদ ডটকম-এর সিইও এবং কো-ফাউন্ডার জীশান কিংশুক হক। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হক গ্রুপ-এর হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং হিন্দোল রায়সহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 






(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি)