logo ১৯ এপ্রিল ২০২৫
ভাঁজ করা যায় লেনোভোর নতুন ল্যাপটপ
আইটি প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৪:৫৮
image




দেশে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এলো আইডিয়াপ্যাড ৩১০। যে সকল ক্রেতারা আধুনিক প্রযুক্তির ল্যাপটপ খুঁজে বেড়ান তাদের জন্য লেনোভো নিয়ে এসেছে এই ৩১০ সিরিজের এই আইডিয়াপ্যাড।



এই আইডিয়াপ্যাড সিরিজের ল্যাপটপগুলো পুরোনো মডেলের ল্যাপটপগুলোর থেকে অধিক দ্রুত। এর নতুন প্রযুক্তির ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে। এই ল্যাপটপটিকে বিশেষায়িত করে এর স্টাইলিশ মোড যার মাধ্যমে ল্যাপটপটির ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যায়। যা ব্যবহারের জন্য খুবই উপযোগী।



মূলত ষষ্ঠ প্রজন্মের ডিডিআর ৪ যুক্ত এই ল্যাপটপগুলোতে রয়েছে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ১ টিবি হার্ডডিস্ক। এছাড়াও এতে রয়েছে ইনটেল এইচডি ৫২০ গ্রাফিক্স যা স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে থাকে এবং ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ বলে এতে মুভি দেখা থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কাজগুলো হয় আরও স্বাচ্ছন্দ্যের। মিউজিক এর জন্য এতে ব্যবহার করা হয়েছে ডলবি মিউজিক। অপারেটিং সিস্টেম ডস সমৃদ্ধ এই ল্যাপটপটির মূল্য মাত্র ৩৭ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।  



লেনোভোর ডিজিএম হাসান রিয়াজ বলেছেন, ‘লেনোভোর নতুন এই ল্যাপটপগুলো ব্যবহারকারীদের চাহিদা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ডিজাইন করা হয়েছে।’



ল্যাপটপগুলো এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আর এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।



(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)