ক্যাটরিনার নতুন ফ্যাশন
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:২৬:২৫
এবার দীপিকা, কারিনা, সোনমদের দলে নাম লেখাবেন ক্যাটরিনা কাইফও। কেননা তিনি তার নিজস্ব ফ্যাশন লেভেল ঠিক করতে চলেছেন। এজন্য নামকরা কয়েকটা ব্র্যান্ডের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা রয়েছে তার।
যদিও প্রজেক্টের ব্যাপারে ক্যাটরিনা নিজে এখনই বিশদে খোলসা করতে চাইছেন না কিছু। এ নিয়ে তিনি বলেন, ‘এটা সত্যি যে অনেকদিন ধরেই এই প্ল্যানটা মাথায় ঘুরছে আমার। এতদিন পর সেটা সত্যি হতে চলেছে। তবে বেশি কিছু বলব না এখন। খুব শিগগিরই এ ব্যাপারে ঘোষণা করব,’।
ক্যাটরিনার ঘনিষ্ঠেরা জানিয়েছেন, ক্যাটরিনা নিজেই নাকি কথাবার্তা বলে খোঁজ-খবর নিচ্ছেন ব্র্যান্ড নির্বাচনের ব্যাপারে।
(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)