logo ১৬ আগস্ট ২০২৫
হোয়াইট হাউজে যাচ্ছেন লিওনার্দো
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩৯:৩৭
image



পরিবেশবাদী হিসেবে লিওনার্দো ডিক্যাপ্রির বেশ সুনাম আছে। এবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে টুইট করে এই তথ্য জানানো হয়। বৈঠকে  পরিবেশবিজ্ঞানী ক্যাথারিন হেহোর থাকার কথা রয়েছে।






৩ অক্টোবর হোয়াইট হাউসে পরিবেশ বিষয়ক বৈঠকটি হওয়ার কথা। সেখানে ‘সাউথ বাই সাউথ লন’ নামে একটি নাটক মঞ্চস্থ হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখা কতটা জরুরি, আলোচনা হবে তা নিয়ে। লিওনার্দোর একটি তথ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’এরও স্ক্রিনিং হবে সেদিন। জলবায়ু পরিবর্তনের বিষয়ে লিওর আন্তর্জাতিক ক্যাম্পেইনের কথা রয়েছে তথ্যচিত্রে। লিও তার অস্কার স্পিচেও পরিবেশ নিয়ে তার চিন্তার কথা বলেছিলেন।






(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড)