logo ১১ এপ্রিল ২০২৫
মানসিক অবসাদগ্রস্ত করণ জোহর
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৭:৩৬
image



দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভূগছেন বলিউড পরিচালক করণ জোহর। দীপিকা পাড়ুকোন, হানি সিংহের পর মানসিক অবসাদ নিয়ে এবার মুখ খুললেন তিনি। বললেন, ‘মানসিক চাপ কাটাতে মনোবিদের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খেতে হয়েছে তাঁকে।






সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘বছরখানেক আগের কথা। একটা মিটিং চলছিল। হঠাৎ মনে হল হার্ট অ্যাটাক হয়েছে! আসলে ওটা ছিল প্যানিক অ্যাটাক। তার পরেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। মনোবিদের পরামর্শে টানা ওষুধ খেতে হয়েছিল।’






রাতে ঘুম না হওয়া, সারাক্ষণ মনখারাপ, পার্টিতে গেলেও একাকীত্ব চেপে বসার মতো উপসর্গ দেখা গিয়েছিল করণের। তখন নিজেকে ব্যস্ত রাখার জন্য প্রায়ই মিটিং আর কনফারেন্সের আয়োজন করতেন তিনি।






(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজেড)