logo ০৪ এপ্রিল ২০২৫
ন্যানসির কণ্ঠে পূজার গান
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৪:১৯
image



আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে নতুন মাত্রা যোগ করতে পূজার একটি বিশেষ গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। ‘পুঁজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি।






গানটিতে ন্যানসি ছাড়াও কোরাস লাইনগুলোতে শোনা যাবে মিলন, সাফায়েতের কণ্ঠ। গানটি প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।






এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘ছোটবেলা থেকে হিন্দু-মুসলিমদের সঙ্গে একসঙ্গে বেড়ে উঠেছি। গান যাদের কাছে শিখেছি তার বেশীরভাগ ওস্তাদই ছিলেন হিন্দু ধর্মের। যতটা আনন্দ আমি ঈদে করেছি ঠিক ততটা আনন্দই করেছি পূজাতেও। তাই হঠাৎ করে মনে হল, এতো গান করলাম তাহলে পূজা নিয়ে কেন গান করবো না!’






ন্যানসি আরও বলেন, ‘গানটি আমি বিনা সম্মানীতে গেয়েছি। গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেও বিনা সম্মানীতেই গানটি করেছে। আমার ইচ্ছে আছে শুধু পূজা নয়, সামনে ঈদ সহ আরও বিশেষ দিন উপলক্ষে এমন কিছু গান করার।’






(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজেড)