সুপারহিরো হতে চান শাহরুখ (ভিডিও)
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৩:২৮
শাহরুখ খানের মাথায় ভূত চেপেছ সুপারহিরো হবার। না, কল্পনার সুপারহিরো নয়। কিংবা সিনেমার হিরোর চেয়েও
বেশি কিছু। আর তাইতো নিজেকেই সত্যি সত্যিই সুপারহিরো ভাবছেন তিনি। দিন কয়েক আগেই যেমন তার পোস্ট
করা এক ইনস্টাগ্রাম ভিডিওতে তার ইঙ্গিত মিলেছিল। সেই ভিডিওতে এক উইন্ডমিলের দিকে পিছন করে দাঁড়িয়ে
হাওয়ার গতি পরিবর্তনের চেষ্টা করছিলেন তিনি।
কিন্তু এখানেই থেমে থাকেননি কিং খান। সম্প্রতি তাঁর এক ইনস্টাগ্রাম পোস্ট বলছে, তিনি এবার সত্যি সত্যিই ওড়ার
চেষ্টা করেছেন। তাও সুপারম্যানের মতো এক হাত সামনে সোজা করে রেখে! শাহরুখের এই ছেলেমানুষী দুষ্টুমিপূর্ণ
ছবিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিও: