লতা মঙ্গেশকারের জন্মদিন উপলক্ষে স্টুডিও কনসার্ট
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৪:৫০
আরটিভির জনপ্রিয় নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট মিউজিক স্টেশন। জনপ্রিয় এ অনুষ্ঠানে এবার লতা মঙ্গেশকার এর জন্মদিন উপলক্ষে গান গাইতে আসছেন আলম আরা মিনু, অলোক সেন ও আনুশা।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন সঙ্গীতের নানা বিষয় নিয়ে ।
শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশন দেখবেন ২৯সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে।
(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজেড)