logo ১৪ আগস্ট ২০২৫
ধোনির বায়োপিক বয়কট করলো পাকিস্তান
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:২৩:৫০
image



পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। কেননা, পাক ডিস্ট্রিবিউটররা এই সিনেমাটি বয়কট করেছে। একই সঙ্গে সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। উরি হামলার ঘটনার পরই পাকিস্তানি শিল্পীদের ভারত ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। হুমকি দেয়া হয় পাকিস্তানি তারকাদের অভিনীত সিনেমা দেশটিতে  মুক্তি পেতে দেওয়া হবে না। এর জেরেই পাক ডিস্ট্রিবিউটররা এমন সিদ্ধান্ত নিয়েছে। 






এই শুক্রবারই মুক্তি পাবে ধোনির বায়োপিক। ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত।






পাকিস্তানের একটি ডিস্ট্রিবিউটর কোম্পানি আইএমজিসি গ্লোবাল এন্টারটেইনমেন্ট ধোনির বায়োপিক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সেদেশের সমস্ত সিনেমা হলে ছবিটি দেখানো হবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে তারা।






উল্লেখ্য, পাকিস্তানে ধোনির বায়োপিক মুক্তি না পেলে এর প্রভাব পড়বে ছবির বক্স অফিসে। কারণ, পাকিস্তান বলিউডের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক বাজার।






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)