logo ০৪ এপ্রিল ২০২৫
‘আমি সেলফি কুইন’
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৬:৩০
image



সেলফি তুলতে ভালোবাসেন কারিনা কাপুর। সেলফি না তুলে থাকতেই পারেন তিনি। আর তাইতো নিজেকে তিনি ‘সেলফি কুইন’ বললেন। 






প্রতি ৫ থেকে ১০ মিনিট অন্তরই নাকি সেলফি তোলেন কারিনা। পাউট করাটাও রপ্ত করে ফেলেছেন পুরোপুরি। শেষ কবে নিজের ছবি তুলেছেন জিগ্যেস করায় করিনার জবাব, ‘আমি তো সেলফি-কুইন! সারাক্ষণই নিজের দিকে ফোন-ক্যামেরা তাক করে থাকি’!






বিভিন্ন অনুষ্ঠান কিংবা ক্যাজুয়্যাল হ্যাং-আউট, সর্বত্রই কারিনা একটা হলেও সেলফি তুলবেনই। 






(ঢাকটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)