logo ০৪ এপ্রিল ২০২৫
মেহজাবিনের ‘নতুন ভোরের দেখা’
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৪:১১
image



‘নতুন ভোরের দেখা’ নামের একটি নাটকে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। এটি একটি খন্ড নাটক। নাটকটি রচনা করেছেন নজরুল ইসলাম। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। 






মেহজাবিন ছাড়াও নাটকটিতে দেখা যাবে জোভান, সিয়াম এবং আজম খানসহ আরো অনেককে। 






মূলত প্রেম-ভালোবাসাকে ঘিরেই নাটকটির কাহিনি এগিয়ে গেছে। 






নতুন ভোরের দেখা নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়। ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টায় দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন।  






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)