logo ০৪ এপ্রিল ২০২৫
নগ্ন হয়ে হিলারিকে ভোট দেবেন কেটি পেরি
বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৩৪:৪৪
image



মার্কিন মুল্লুকের জনপ্রিয় পপ গায়িকা কেটি পেরি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের ভোটের দিন নগ্ন হয়ে হিলারিকে ভোট দেবেন। একথা তিনি খোলাখুলি ভাবে জানিয়ে দিলেন।  তা হঠাৎ এরকমটি বললেন কেন কেটি পেরি?






কেটি পেরি শুধু বললেন না, এই বক্তব্য নিয়ে প্রকাশ করলেন এক বিজ্ঞাপনও। যেখানে নগ্ন হয়ে ছবি দিয়ে কেটি লিখলেন, ‘আমি ভোট দেব হিলারি ক্লিনটনকে। তাও আবার নগ্ন হয়ে ।’






শুধু বিজ্ঞাপন দিয়েই চুপ থাকলেন না গায়িকা। ট্যুইট করে জানালেন, ‘কাল আমি দুনিয়াকে বদলে দেওয়ার জন্য আমার শরীর ব্যবহার করব । নগ্ন হয়ে ভোট দিতে গেলে সবাই আমাকে দেখবে । আর আমি সবাইকে বলব, হিলারিকেই ভোট দিন।’






(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এজেড)