গত সপ্তাহে তিন জনের নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হয়।
এরা হচ্ছেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত বছর ১০ ফেব্রুয়ারি আবদুস সোবহান শিকদারকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
আবদুস সোবহান সিকদার ১৯৫৬ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। বিসিএস ৮১ ব্যাচের কর্মকর্তা আবদুস সোবহান সিকদার এর আগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন। পরে মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০০৯ সালের ৮ মার্চ সোবহান সিকদারকে স্বরাষ্ট্রসচিব হিসাবে বদলি করা হয়।
গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদে নিয়োগ দেয়া হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদকে।এর আগে আওয়ামী লীগের গত সরকারের শুরুর দিকে বিদ্যুৎ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন তিনি। আজাদের জন্ম ১৯৫৭ সালের ৭ই জানুয়ারি, জামালপুরে। ২০১৬ সালের ৬ই জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।