ফুলবাড়ী প্রশাসনে ৫০ পদ শূন্য, সরকারি সেবায় স্থবিরতা
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৩৪:২৭
ফুলবাড়ী প্রশাসনে ৫০ পদ শূন্য, সরকারি সেবায় স্থবিরতা
প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি সংস্থায় কর্মী না থাকায় সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। যে সেবা পাওয়ার কথা তাৎক্ষণিক, সেটি পেতেই দীর্ঘ সময় লাগছে তাদের। এই অবস্থায় এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশলী এই গুরুত্বপূর্ণ ছয় কর্মকর্তা পদ দীর্ঘদিন থেকে শূন্য। পাশের উপজেলার কর্মকর্তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোনো রকমে দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। একইভাবে উপজেলার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা অর্ধশত পদ শূন্য রয়েছে।
উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তা আফসার আলী ঢাকাটাইমসকে বলেন, সেটেলমেন্ট অফিসে প্রধান পেশকার, খারিজ সহকারী, সার্ভেয়ার ও বেঞ্চ সহকারী পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। অফিসে ১৭ জনের পদ থাকলেও কাজ করছেন মাত্র তিনজন। এতে জমিজমার জরিপ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিসে চারজন অফিস সহকারীর পদ থাকলেও কাজ করছেন মাত্র দুইজন। একইভাবে পৌর ভূমি অফিসসহ সাতটি ইউনিয়ন ভূমি অফিসে উপ-সহকারী ভূমি কর্মকর্তার পদ শূন্য থাকায় জমিজমা খাজনা খারিজ নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ভূমি মালিকদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্মাৎ হাছিনা ভূঁইয়া ঢাকাটাইমসকে বলেন, দপ্তরের প্রধান সহকারী, অফিস সহকারী ও হিসাব সহকারীর পদ শূন্য থাকায় ওইসব দাপ্তরিক কাজ করতে হচ্ছে সহকারী শিক্ষা কর্মকর্তাদের। এতে স্কুল পরিদর্শনসহ দাপ্তরিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তিনি দ্রুত এসব শূন্য পদ পূরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।